ভ্যানগার্ড ডেস্ক
নির্বাচন কমিশনের ২য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১১ নভেম্বর তিন পার্বত্য জেলার ৩৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর ২০২১) নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার ২য় ধাপের ৮৪৮টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। একই দিন রাতে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে তার তালিকা প্রকাশ করে নির্বাচনা কমিশন।
তিন পার্বত্য জেলার ৩৫টি ইউনিয়নের মধ্যে খাগড়াছড়ি জেলায় ১০টি, রাঙ্গামাটি জেলায় ১২টি ও বান্দরবান জেলায় ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন।
খাগড়াছড়ি জেলায় যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, আমতলি, গোমতি, বেলছড়ি, মাটিরাঙ্গা সদর এবং গুইমারা উপজেলার গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়ি।
রাঙামাটি জেলায় যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- বরকল উপজেলার সুবলং, বরকল সদর, আইমাছড়া ও বড় হরিণা; বিলাছড়ি উপজেলার বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি, ফারুয়া ও বড়থলি এবং কাপ্তাই উপজেলার রাইখালী, চিৎমরম, কাপ্তাই সদর ও ওয়াগ্গা।
বান্দরবান জেলায় যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর, বাইশারী, ঘুমধুম, দোছড়ি, সোনাইছড়ি; লামা উপজেলার গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসীপাড়া, ফাইতং ও রোয়াংছড়ি সদর।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়ন পত্র বাছাই করা হবে ২০ অক্টোবর এবং বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর। আপিলের নিষ্পত্তি হবে ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর। এবং ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের পর ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।