সিএইচটি ভ্যানগার্ড

আজ ২৬ মার্চ ২০২৫ খ্রি স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি জেএসএস’র শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং দেশের সর্বস্তরে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান।
৫৪ বছর আগে আজকের দিনে পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বাংলার মানুষ। সেই ঘোষণার পথ ধরেই লাখো শহীদ আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রম হানির বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশ। যাদের তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, লংগদু, বাঘাইছড়ি, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, লক্ষীছড়ি সহ বিভিন্ন উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি, যুব সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও মহিলা সমিতির নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন।