সিএইচটি ভ্যানগার্ড, সাজেক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সীমা চাকমা নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে এ শিশুটির মৃত্যু হয়। মৃত্যুকালে শিশুটির বয়স হয়েছিল মাত্র ১ মাস ২৪ দিন।
সাজেক অঞ্চলে দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে শিশু থেকে বৃদ্ধ ডায়রিয়া-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন।
বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন সাজেকে এখনো মানুষের মৌলিক অধিকার শিক্ষা ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেই। অথচ পর্যটনের জন্য রঙিন করে সাজানো হয়েছে সাজেকের রুইলুই পাহাড়কে। দেশ-বিদেশের পর্যটক এসে এখানে আমোদ-প্রমোদ করে অথচ এখানকার মানুষেরা যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই।
দুর্গম এ সাজেকের পাহাড়ী এলাকায় বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশনের অভাব, যোগাযোগ ব্যবস্থায় সমস্যা, হাসপাতাল-ক্লিনিকের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। এসব ইত্যাদি কারণে প্রতিবছর এ অঞ্চলে ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত ও চিকিৎসার অভাবে অসংখ্য শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।