সিএইচটি ভ্যানগার্ড
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম নারীকে(৩৫) গণধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে।
জানা যায়, আজ (২৯/০৬/২০২৩) সন্ধ্যা আনুমানিক ৭.৩০ ঘটিকার সময়ে লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের করল্যাছড়ি নামক স্থানে কোরবানি ঈদের নিমন্ত্রণ খেতে যায় ৪জন জুম্ম। ৪জন জুম্মের মধ্যে দু’জন পুরুষ আর দু’জন মহিলা বলে বলে জানা গিয়েছে। পুরুষ দু’জনের বয়স যথাক্রমে ৬২, ৫২ এবং মহিলা দু’জনের বয়স যথাক্রমে ৩৫ ও ৬০। ভুক্তভোগী নারী তার দাদা, দাদী ও মামার সাথে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
কোরবানি ঈদের নিমন্ত্রণ খাওয়ার পর বাড়িতে ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারী সেটেলার বাঙালিরা একজন জুম্ম নারীকে(৩৫) জোরপূর্বক গণধর্ষণ করে বলে জানা গিয়েছে। সেটেলার বাঙালি ভুক্তভোগী নারী এবং তার দাদা ও দাদীকে বাড়ি ফেরার গতিরোধ করে বয়স্ক দাদা ও দাদীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। এরপর উক্ত দুই সেটেলার বাঙালি জুম্ম নারীটিকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং এরপর চেতনানাশক ঔষধ খাইয়ে দিয়ে অচেতন অবস্থায় ফেলে যায়। ভিক্টিম জুম্ম নারী দুই সন্তানের জননী বলে জানা গিয়েছে।
এদিকে ওই নারীর দাদা ও দাদী গ্রামে পৌঁছে আত্মীয় ও গ্রামবাসীদের ঘটনাটি জানালে তারা ওই নারীর খোঁজে বের হন। একপর্যায়ে আত্মীয় ও গ্রামবাসীরা ভুক্তভোগী ওই নারীকে প্রায় অচেতন অবস্থায় খুঁজে পায়।
ধর্ষণকারী দুই সেটেলার বাঙালির পরিচয় (১) মোঃ মনজুর (২৬), পিতা-মোঃ কামাল, ১নং ওয়ার্ডের বাসিন্দা, আটারকছড়া ইউনিয়ন ও (২) মোঃ রুবেল (২৬), পিতা-আব্বাস, ৪নং আটারকছড়া ইউনিয়ন।
গণধর্ষণের ঘটনায় এখনো থানায় কোন মামলা করা হয়নি তবে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা গিয়েছে। ধর্ষণকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানা গিয়েছে।