দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালা উপজেলায় বাসায় প্রবেশ করে বিবাহিতা এক নারীকে ধর্ষণের অভিযোগে হারুনুর রশিদ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার নারীর অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ মে) দীঘিনালা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হারুনুর রশিদ (৩৬) দীঘিনালার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মমতাজ আলী সওদাগরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত হারুনুর রশিদ ভিকটিম নারীর ভাইয়ের বন্ধু হওয়ায় তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সেই সূত্রে তাদের মধ্যে পরিচয় গড়ে ওঠে।
গত ৬ মে ওই নারী শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে পিতার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন ভাই ও হারুনুর রশিদ মিলে তাকে বাবার বাড়িতে নিয়ে আসে। এসময় অভিযুক্ত হারুনুর রশিদ ভিকটিমের প্রতি কুদৃষ্টি দেয় এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
পরবর্তীতে গত ১০ মে (শনিবার) সকাল সাড়ে ৯টায় হারুনুর রশিদ ভিকটিমের বাবার বাড়িতে প্রবেশ করে, যেখানে ভিকটিমের পিতা-মাতা অনুপস্থিত ছিলেন। সেই সুযোগে সে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, “ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামি মো. হারুনুর রশিদকে গ্রেফতার করা করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।”