বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি ভ্যানগার্ড

আজ ২৪এপ্রিল ২০২১ইং বিকাল ৩ ঘটিকার সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতুলি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জুম্ম গ্রামে হামলা চালিয়েছে একদল সেটেলার বাঙ্গালী।
৮নং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল চৌধুরীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল সেটেলার বাঙ্গালী জুম্ম গ্রামে হামলা চালিয়ে ৩জন জুম্মকে মারাত্মকভাবে আহত করেছে। এছাড়াও নব করুণাপুর বন বিহারে হামলা চালিয়ে বিহার ভাঙচুর ও চুলাকাল ভান্তে নামে বৌদ্ধ ভিক্ষুকে মারাত্মকভাবে আহত করেছে বলে জানা গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায় আজ সকাল ৯ ঘটিকার সময় কালাচোগা চাকমার বাগানে গরু চড়াতে যান সেটেলার বাঙ্গালী মোঃ রব মিয়া, গরুগুলো কালাচোগা চাকমার বাগান নষ্ট করছিল। এতে কালাচোগা চাকমা ক্ষিপ্ত হন এবং বাগানে গরু না চড়াতে বলেন। এতে দুজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে সেটেলার বাঙ্গালী মোঃ রব মিয়া কালাচোগাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে চলে যান। এরপর বিকাল ৩ ঘটিকার সময় ৮নং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল চৌধুরীর নেতৃত্বে জীপ গাড়িযোগে ৩০-৩৫জনের একটী সেটেলার বাঙ্গালী দল এসে পূর্ণচন্দ্র চাকমার দোকানে হামলা ও লুঠপাট চালায়। এতে দোকানে থাকা ৩ জুম্ম মারাত্মক আহত হন বলে জানা যায়। আহতরা হলেন- ১. পূর্ন চন্দ্র চাকমা(৫৫), পিতাঃ মৃত- জয় সিং চাকমা, ২. শান্ত চাকমা(২০), পিতাঃ মৃত- রমেশ চাকম, ৩. তুষার বিন্দু চাকমা(৫৫)বর্তমান মেম্বার, পিতাঃ মতিলাল চাকমা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যদের প্রত্যক্ষ সহযোগীতা ও প্রহরায় সেটেলার বাঙ্গালীরা জুম্মদের উপর হামলা ও লুটপাট চালাচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের লোকেরা, তারা বলছেন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও হামলায় প্রত্যক্ষভাবে সহযোগীতা এদেশের নিরাপত্তা ব্যবস্থাকে চরম প্রশ্নের মুখে ফেলছে।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে জুম্ম ও সেটেলার বাঙ্গালীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জুম্মরা উৎকন্ঠার মধ্যে রয়েছেন।