ভ্যানগার্ড ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে জনসংহতি সমিতির (সন্তু লারমা) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সোহেল চাকমা (৩২) নামে নিজেদের দলের এক গুপ্তচর ও কিলারকে অপহরণের ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল ২৬ এপ্রিল ২০২১ রাত আনুমানিক ৯টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। সোহেল চাকমার বর্তমান ঠিকানা বাঘাইছড়ি উপজেলার শিজক ইউনিয়নের গলাচিপা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।
সোহেল চাকমার পিতার নাম রত্নধর চাকমা। স্থায়ী ঠিকানাঃ মধ্যছড়া, রুপকারী, বাঘাইছড়ি।
সন্তু লারমার জনসংহতি সমিতি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অর্থের বিনিময়ে একসময় সোহেল চাকমাকে দিয়ে গুপ্তহত্যার কাজ পরিচালনা করেছিল। কিন্তু বর্তমানে সোহেল চাকমা পরিস্থিতি উপলব্ধি করতে পেরে তাদের কাজে অংশগ্রহণ করছিলেননা। তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু সোহেল চাকমার এই স্বাভাবিক জীবন বেঁছে নেয়াকে তারা প্রতিপক্ষ সংগঠনের সাথে আঁতাত হিসেবে সন্দেহ করে। যার সন্দেহের জেরে গতকাল রাতে তাকে অপহরণ করা হয়।
অপহরণের পর সোহেল চাকমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা তার ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য যে, ২০১১ সালের ১ ডিসেম্বর রুপকারীর মধ্যছড়ায় জেএসএস’র সক্রীয় কর্মী সুমন চাকমার( জ্যোতি শংকর) (৩০) হত্যাকারী এই অপহৃত সোহেল চাকমা। সুমন চাকমাকে হত্যার পর তিনি শিজকের গলাচিপা গ্রামে বসতি স্থাপন করেন।