ভেনগার্ড প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় দুর্বৃত্তদের গুলীতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নেতা নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১ঃ১৫ মিনিটে এই ঘটনাটি সংঘটিত হয়। নিহত পাহাড়ী ছাত্র পরিষদের কর্মীর নাম রত্ন চাকমা (২১), পিতা অনন্ত লাল চাকমা, দক্ষিণ হিরাচর গ্রামের বাসিন্দা। তিনি পাহাড়ী ছাত্র পরিষদ, কাচালং সরকারি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি কাচালং সরকারি কলেজ থেকে ব্যাবসায় শিক্ষা বিভাগ থেকে এই বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পাহাড়ী ছাত্র পরিষদ, বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক চয়ন চাকমা বলেন – তালুকদার পাড়ার দিক থেকে দু’টি মোটরসাইকেল যোগে বাবুপাড়া এসে অতর্কিত হামলা করেছিল সন্তু লারমার নেতৃত্বাধীন অস্ত্রধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ঘটনাস্থলে নিহত হন রত্ন চাকমা।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোশি চাকমা বলেন – সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী বিচক্ষণ চাকমার নেতৃত্বে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়। সন্তু লারমার জাত বিধ্বংসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে অতিসত্ত্বর দোষীদের গ্রেফতারের আহ্বান জানান।