নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৮ম বাঘাইছড়ি থানা সম্মেলন ২০২০ সুসম্পন্ন হয়েছে। “পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণবাস্তবায়নে আসুন সুদৃঢ় ঐক্য গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে অদ্য ২৫/০৯/২০২০ ইং সকাল ১০.০০ ঘটিকার সময়ে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়।
বিদায়ী কমিটির সভাপতি সুরেশ কান্তি চাকমার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাঘাইছড়ি থানা কমিটির ৮ম থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।
আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানসূচির সূচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী- প্রীতিময় চাকমা (ডা:যুগল) শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী- নরেশ চন্দ্র চাকমা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটি শ্রী- রাজেন্দ্র লাল চাকমা, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটি। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন হতে আগত জনপ্রতিনিধিগন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি অত্যন্ত নাজুক, প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে সেটেলার বাঙ্গালি কর্তৃক আদিবাসী নারী ধর্ষণ,ভূমি বেদখল, হত্যা, লুটপাট যেন নিত্য দিনের ব্যাপার। এহেন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণবাস্তবায়নে সুদৃঢ় ঐক্য গড়ে তুলে ছাত্র,যুব এবং সকল পেশাজীবি শ্রেণীর মানুষেদের অংশগ্রহণের আহ্বান জানান।
সম্মেলনে পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে শ্রী- জ্ঞানজীব চাকমাকে সভাপতি, শ্রী- জসি চাকমাকে সাধারণ সম্পাদক ও শ্রী- রুবেল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে শপথ বাক্য পাঠ করান শ্রী রাজেন্দ্র লাল চাকমা, সভাপতি, রাঙ্গামাটি জেলা শাখা।