সিএইচটি ভ্যাগনার্ড, বাঘাইছড়ি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান নেতা এমএন লারমা’র ৮৪তম জন্মদিবস উপলক্ষ্যে জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০ ঘটিকার সময় বাঘাইছড়ি সদরস্থ জীবঙ্গাছড়া কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রী যোসি চাকমার সঞ্চালনায় ও সভাপতি শ্রী জ্ঞানজীব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক শ্রী সুরেশ কান্তি চাকমা।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের বাঘাইছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী রুবেল চাকমা। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিসিপি’র বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী চয়ন চাকমা, যুব সমিতির সভাপতি এলেন চাকমা, মহিলা সমিতির সভাপতি শেফালী চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সদস্য নিউটন চাকমা।
বক্তারা জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এমএন লারমার অবদানের কথা স্মরণ করেন। মাত্র ৪৪বছরের জীবনে এমএনলারমা জুম্ম জনগণের জন্য যে অসামান্য অবদান রেখে গেছেন তা স্মরণ করা হয়। তরুণ প্রজন্মকে এনলারমার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীদিনের লড়াই সংগ্রামে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।