সিএইচটি ভ্যানগার্ড
২০শে মে ২০২৩ পার্বত্য চট্টগ্রামের জুম্ম ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র ও গণসমাবেশের প্রচারণা মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।
আজ ১৯মে ২০২৩ বিকাল ৩.৩০ঘটিকার সময় মিছিলটি খাগড়াছড়ি শহরের মিলনপুর হতে শাপলা চত্বরসহ শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ছাত্র ও গণসমাবেশের প্রচারণা মিছিল সমাপ্ত করা হয়।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ নানা দাবী দাওয়া সম্বলিত ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগান দিয়ে প্রচারণা মিছিল অনুষ্ঠিত করে পাহাড়ী ছাত্র পরিষদ। এতে প্রায় ৩০০এর অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ১৯৮৯ সালের ৪ঠা মে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে রাষ্ট্রীয় বিশেষ বাহিনী ও সেটেলার বাঙালীরা যৌথ আক্রমণ চালিয়ে ২০০এর অধিক জুম্মকে হত্যা করে। সেই গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৮৯ সালের ২০শে মে প্রতিষ্ঠা লাভ করে পাহাড়ী ছাত্র পরিষদ। প্রতিষ্ঠার পর হতে নানা প্রতিকূল পরিবেশ ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ৩৪টি বছরে পদার্পণ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ। এই ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়ী ছাত্র পরিষদ আগামীকাল ২০শে মে ২০২৩ ছাত্র ও গণসমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি সদরের কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। উক্ত ছাত্র ও গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহালছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি চাকমা।