অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল
ভেনগার্ড ডেস্ক, খবর প্রথম আলোর
পার্বত্য চুক্তির মানবাধিকার সংক্রান্ত বিধিগুলো পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রায় দুই দশকের সশস্ত্র সংঘাতের পটভূমিতে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ চুক্তি হয়েছিল।
অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ জানানো হয়েছে। এগুলোর মধ্যে আছে বাংলাদেশের সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদের সংশোধন করা, যাতে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার রক্ষা করতে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা সম্ভব হয়। এছাড়া অ্যামনেষ্টির সুপারিশের মধ্যে আরও রয়েছে চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণ এবং ঐতিহ্যগতভাবে পাওয়া ভূমিতে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার রক্ষা করা