সিএইচটি ভ্যানগার্ড, পানছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পূজগাঙের লেন্দিয়া পাড়া এলাকা হতে কল্যাণ জ্যোতি চাকমা(২১) নামে ইউপিডিএফ’র(প্রসীত) এক চাঁদা কালেক্টরকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটকের পর একটি পিস্তল, ২ রাউন্ড এ্যামোনিশন ও চাঁদা আদায়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা যায়, আজ(৫ আগস্ট ২০২১) বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজদের অবস্থান জানতে পেরে সেনাবাহিনীর একটি টিম লেন্দিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যেতে চেষ্টা করে। এতে সেনাবাহিনীর সদস্যরা গুলি চোড়লে রিপন চাকমা ও কল্যাণ জ্যোতি চাকমা নামে দুজন আহত হয়। আহত হওয়া রিপন চাকমা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ অবস্থায় আটক হন কল্যাণ জ্যোতি চাকমা।
আটক কল্যাণ জ্যোতি চাকমা উপজেলার বড়কলকের ধন্যচন্দ্র পাড়ার জিতেন্দ্রীয় চাকমার ছেলে।
ইউপিডিএফ’র(প্রসীত) পরিচালিত chtnews.com এ আটক হওয়া কল্যাণ জ্যোতি চাকমাকে যুব ফোরাম পানছড়ি থানা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বলে দাবী করা হয়। তারা আরো দাবী করেন যুব ফোরামের নেতাকর্মীরা উক্ত এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। এবং কোনকিছু বুঝে উঠার আগেই সেনাবাহিনীর সদস্যরা আজ সকালে উপর্যুপুরি ব্রাশফায়ার করেছে বলে অভিযোগ করেছেন। যুব ফোরামের পক্ষ হতে উক্ত ব্রাশফায়ার ও কল্যাণ জ্যোতি চাকমাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
নিরাপত্তাবাহিনীর পক্ষ হতে জানানো হয় যে, যুব ফোরামের নেতাকর্মীরা চাঁদাবাজিতেও জড়িত এবং আটক কল্যাণ জ্যোতি চাকমা উক্ত এলাকায় সহকারী কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।