সিএইচটি ভ্যানগার্ড, নানিয়ারচর
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ত্রিপুরাছড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আজ (২৬ নভেম্বর ২০২১) ভোর রাত আনুমানিক ৪:০৫ টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে ১টি চাইনিজ এসএমজি (AK-47) ম্যাগজিনসহ , ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্টুজ, ১টি ফাইভগান পিস্তল, ১টি ওয়াকিটকি, ১টি ল্যান্ডফোন, ১৮ রাউন্ড এ্যামুনিশন, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ২,৫৫,২৮৫ (দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত পঁচাশি) টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা যায়, সন্ত্রাসীরা উক্ত স্থানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি ঠের পেয়ে সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার বিভিন্ন সরঞ্জাম রেখে পালিয়ে যায়। যৌথ বাহিনীর সূত্র মতে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী পরিচালনা করে আসছিল এবং চাঁদাবাজির রশিদ বইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে উক্ত আস্তানা ও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলো ইউপিডিএফের (প্রসীত)।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউপিডিএফের (প্রসীত) পক্ষ থেকে কোন বক্তব্য ও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।