ভেনগার্ড প্রতিবেদক, নানিয়ারচর

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ১৯মাইল এলাকায় চাঁদাবাজি করার সময় সাজেক বাবু (৩৫) নামে প্রসীতপন্থী ইউপডিএফের এক সন্ত্রাসী নিহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।
জানা যায় আজ দুপুর ২ঘটিকার সময়ে ১৯মাইল এলাকায় সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযানে নামে। সেনাবাহিনীর উপস্থিতি থের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে, সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে প্রসীতপন্থী ইউপিডিএফের নয়ন চাকমা ওরফে সাজেক বাবু নামের এক সন্ত্রাসী নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে একটি একে ২২, একটি রিভালবার, ৬ রাউন্ড তাজা গুলি, চাঁদাবাজির ১৮,৩৫০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আরও দুই সন্ত্রাসী আহত হবার খবর পাওয়া গেলেও, তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসি সাব্বির রহমান ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। জানা যায় নিহত সাজেক বাবু মহালছড়ি উপজেলার কেঙেলছড়ি এলাকার বাসিন্দা।