ভ্যানগার্ড ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এক আদিবাসী নারী নেত্রীকে গত ২ অক্টোবর বেধড়ক পিটিয়েছে এক দুর্বৃত্ত। সেই সাথে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে বলে আদিবাসী নারীর সাথে থাকা সহোদর বোন শান্তনা বাসকি জানিয়েছেন।
খবর জনজাতির কন্ঠের সৌজন্যে ।
আহত আদিবাসী নেত্রী নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ধরইল গ্রামের লগেন টুডুর স্ত্রী মর্জিনা বাসকী (৪৫)। আহত ঐ নারী বর্তমানে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মাথার আঘাত সারতে সময় লাগবে বলে জানিয়েছেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
আহত আদিবাসী নেত্রীর বোন শান্তনা বাসকী (৫০) অভিযোগ করে বলেন, উপজেলার নেজামপুর ইউনিয়নের শ্যামপুর মৌজায় সরকারী খাস পুকুর যার হাল দাগ নং ৩৫৫ পরিমান ০.৫১ (একর) পুকুরটি ১৪২৬ সনে শান্তনা বাসকির নামে একশনা লীজ নিয়ে মাছ চাষ করছিলেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা কলোনীপাড়ার মৃত আমির আলীর ছেলে মাছ ব্যবসায়ী শাহাবান আলী (৫০) রাতের আধারে ওই পুকুরে মাছ মেরে নেয়। বিষয়টি জানতে পেরে শান্তনা বাসকি নাচোল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগের প্রেক্ষিতে নাচোল থানার এস আই গোলাম রসুল এর মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হয়। ওই ঘটনার জেরে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আমনুরা ধিনগরে চার্জারভ্যান থেকে টেনে নামিয়ে বেধড়ক পিটিয়ে ৬০ হাজার টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্ত শাহাবান আলী। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে নাচোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আদিবাসী নেত্রীর জ্ঞান ফিরেনি বলে জানিয়েছে তার বোন শান্তনা বাসকী। গত মঙ্গলবার মর্জিনা বাসকী, তার বোন শান্তনা বাসকী (৫০), প্রতিবেশী কাজলী কিসকু (৪৮) ও দুলালী সরেন (৫৫) ধিনগর গ্রামের মোঃ লালু (৫৮) র চার্জারভ্যানযোগে সাবাইতাড়া গ্রামের এক আত্মীয়র (মৃতের) বাড়ি থেকে নিজবাড়ী ফিরার সময় এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত শাহাবান আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মঙ্গলবার রাতেই অভিযোগ শুনেছি। ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ থানার অধীন। তাই আহত মর্জিনা বাসকী সুস্থ হলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ নাচোল শাখা ও রানী ইলামিত্র সংসদ এর সভাপতি বিধান সিং এ ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসী শাহাবানের কঠোর শাস্তি দাবি করেছেন।