নব মুসলিমদের নিয়ে হীন ষড়যন্ত্র শুরু করেছে মুসলিম মৌলবাদী গোষ্ঠী ও রাষ্ট্রীয় বিশেষ বাহিনী

পার্বত্য চট্টগ্রামবান্দরবান

সিএইচটি ভ্যানগার্ড, বান্দরবান

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা সদরে মারমাদের শ্মশানের পাশে এবং হিন্দু মন্দিরের কাছাকাছি জায়গায় জোরপূর্বকভাবে ভূমি বেদখল করে ১৭টি নব মুসলিম ত্রিপুরা পরিবারের জন্য ঘর তৈরি করে দিয়ে বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে এ ঘটনায় রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আথুইমং মারমা, হেডম্যান চসিংপ্রু মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেইহ্লাঅং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাব সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা চহ্লামং মারমা, ২নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, এমপি প্রতিনিধি আওয়ামী লীগ নেতা নাইতং বুইতিং বম, ক্যাম্প কমাণ্ডার মেজর ফরহাদ এবং ইউএনওসহ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা রাষ্ট্রীয় বিশেষ বাহিনীর চাপ এবং তাদের গদি রক্ষার জন্য প্রতিবাদ করেনি বলে জানা গিয়েছে।

অন্যদিকে এ খবর জানতে পেরে স্থানীয় লোকজন শ্মশানের জায়গায় কাঁটা তার দিয়ে ঘেরাও করেছে এবং ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। গতকাল (১০ সেপ্টেম্বর ২০২২) সকালে কার নেতৃত্বে এ কাটারের বেড়া দেওয়া হয়েছে খোঁজ নেওয়ার জন্য ১নং রোয়াংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মেইহ্লাঅং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি মৌজার হেডম্যান এবং ১নং ওয়ার্ডের সদস্য অংশৈচিং মারমাকে রোয়াংছড়ি রাষ্ট্রীয় বিশেষ বাহিনী ডেকে নিয়ে যায়। ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও হেডম্যানকে তাদের আস্তানায় রেখে ওয়ার্ড মেম্বার অংশৈচিং মারমাকে শ্মশানের কাঁটা তারের বেড়া খুলতে পাঠিয়ে দেয়া হয়। তা না হলে ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও হেডম্যানকে ছেড়ে দেয়া হবে না বলে দেয় রাষ্ট্রীয় বিশেষ বাহিনী। তাদেরকে মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। ১নং ওয়ার্ডের সদস্য অংশৈচিং এর নেতৃত্বে কাঁটা তারের বেড়া তুলে নেয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

সেটেলার বাঙালিদের অভিযোগ এসব ঘর “ঘর নির্মাণ আশ্রয়ণ প্রকল্প” থেকে দেয়া হয়েছে এবং ৫ একর যে জায়গাটি দখল করা হচ্ছে তা খাস। কিন্তু পার্বত্য চট্টগ্রামের শাসনব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন। ঐতিহাসিককাল ধরে এখানকার মানুষ ঐতিহ্য ও প্রথাগতভাবে তাদের ভূমি-জমির মালিকানা ভোগ দখল করে আসছে, জুম্মদের বেশিরভাগ জমিই খাস কিন্তু ভোগ দখলীয়।

এ ঘটনায় উগ্র -মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী সেটেলার বাঙালিরা জুম্মদের বিরুদ্ধে আজ (১১ সেপ্টেম্বর ২০২২) বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন সাম্প্রদায়িক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদের সাম্প্রদায়িক নেতা মুজিবর রহমান।

Tags: , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

মহান নেতা এম.এন. লারমা’র ৮৩তম জন্মদিবস আজ
লামায় ম্রো ও ত্রিপুরাদের ভূমি বেদখল ও ব্যবহৃত পানির উৎসে বিষ প্রয়োগের প্রতিবাদে ঢাকায় পিসিপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu