ভ্যানগার্ড প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ধারাবাহিক নারী ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙামাটিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসুচি পালন করেছে উইমেন রিসোর্ট নেটওয়ার্ক (WRN) রাঙ্গামাটি, লংগদু উপজেলার সচেতন ছাত্র-ছাত্রী, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, রাঙ্গামাটি, এছাড়াও রাঙামাটির বিভিন্ন সামাজিক, ছাত্র, নারী, মানবাধিকার সংগঠনসমুহ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, মৈত্রী দেওয়ান, টুকু তালুকদার, সৈকত রঞ্জন চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ, রাঙ্গামাটি জেলার নেত্রী শামীম আরা বেগম, ছাত্র নেতা বিটন চাকমাসহ আরো অনেকে।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূূচিতে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি নারী ধর্ষণের জোন হিসেবে পরিণত হয়েছে। কিন্তু ধর্ষকদের কোন বিচার হচ্ছে না।
সারা দেশে যে হারে নারী শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যার ঘটনা বাড়ছে তা একটি সভ্য দেশে মানায় না। ধর্ষকরা ধর্ষণ করেও আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। তারা পার পেয়ে বার বার ধর্ষণ করার সাহস পাচ্ছে।
দেশে আর যেন একটিও যেন ধর্ষণের ঘটনা না ঘটে সেজন্য দেশের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানানো হয়।