সিএইচটি ভ্যানগার্ড
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মবীর চাকমা আর নেই। তিনি গত ১০জুন ২০২৩ সকাল ১১.৩০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধর্মবীর চাকমা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন বলে জানা গিয়েছে।
ধর্মবীর চাকমা ছাত্র অবস্থায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন। সেসময় তিনি দীঘিনালা থানা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি তার জীবদ্দশায় অন্যায়-অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। ছাত্রবস্থায় জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়েও তিনি উপজেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা, গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। তার মৃত্যুতে সমগ্র দীঘিনালায় শোকের ছায়া নেমে এসেছে।
২০০৯ সালে ধর্মবীর চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সমর্থনে দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ছাতা মার্কায় নির্বাচন করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
আজ ১১জুন দুপুর ২.৩০টার দিকে দীঘিনালাস্থ তাদের পারিবারিক শ্মশানে তার দাহক্রিয়া সম্পন্ন করা হয়।