তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিন দিনের ক্লাস বর্জন কর্মসূচি

আদিবাসীপার্বত্য চট্টগ্রাম

সিএইচটি ভ্যানগার্ড

অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নেয়া বিবৃতি

সাম্প্রতিক সময়ে পাহাড়ে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন ও পূর্বঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নে তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) আজ ১ অক্টোবর ২০২৪ ইং থেকে- আগামী ৩ অক্টোবর ২০২৪ ইং পর্যন্ত তিন দিনের ক্লাস বর্জনের কর্মসূচি আহ্বান করেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।

সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া বিশেষ বিবৃতি শিরোনামে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি নিউজিল্যান্ড এলাকায় মো: মামুন নামে এক চোর নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর দিঘিনালায় সেনাবাহিনীর মদদে সেটেলার বাঙালিরা পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাট পুড়িয়ে দেয়। এ ঘটনায় ধন রঞ্জন চাকমা মারা যান। এরপর রাতে খাগড়াছড়ি সদর নারানখাইয়া ও স্বনির্ভর এলাকার জনগণ ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে প্রতিবাদ করলে সেনাবাহিনী তাদের উপর নির্বিচারে গুলি চালায়। সাথে সাথে সেই জায়গায় জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা মৃত্যুবরণ করেন।

তারপরের দিন দীঘিনালায় পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাটে আগুন দেওয়ার প্রতিবাদে ও উপরিউক্ত তিনজনের হত্যাকান্ডের বিচারের দাবিতে “সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন” এর ডাকে শিক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল হলে সেটেলাররা অনিক চাকমাকে পিটিয়ে মেরে ফেলেন। এ হত্যাকান্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে তড়িঘড়ি করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে পক্ষপাতদুষ্ট লোকদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তাই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন ও আমাদের পূর্বঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ৩ দিন (০১/১০/২০২৪ থেকে ০৩/১০/২০২৪) তিন পার্বত্য জেলার স্কুল- কলেজ-বিশ্ববিদ্যালয় ক্লাস বর্জনের জন্য আহ্বান করা যাচ্ছে।

আমাদের এ যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন।

Tags: , , , , , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত, চারজন গুলিবিদ্ধসহ আহত ৩০
খাগড়াছড়ির মহাজন পাড়ায় জেএসএস কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রচেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu