সিএইচটি ভ্যানগার্ড, ঢাকা
রাজধানী ঢাকার উত্তরায় ক্যাম্পি চাকমা (২২) নামে এক জুম্ম ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল (৬ সেপ্টেম্বর ২০২৩) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় তার উত্তরাস্থ বাসার নিজ রুমে গলায় গামছা পেছানো অবস্থায় জানালার গ্রীলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাসার লোকজন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে তার মা’র মুঠোফোনে শরীর ভালো লাগছেনা করে এসএমএস লিখে পাঠায় ক্যাম্পি চাকমা। ধারণা করা হচ্ছে- বিষপান করার পর শরীর যখন খারাপের দিকে যাচ্ছিল তখনই তার মা’কে ঐ এসএমএসটি পাঠায় এবং গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করে।
ক্যাম্পি চাকমা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় উদ্যোক্তা বিষয়ে ২০২০-২০২১ সেশনের ছাত্র ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর এলাকায় বলে জানা গিয়েছে। আজ তার মরদেহ খাগড়াছড়িতে আনা হবে বলে জানা গিয়েছে। কেন বা কি বিষয়ে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
বর্তমান সময়ে ছাত্র-তরুণদের মাঝে আত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হতাশা, অনিশ্চিত ভবিষ্যত, অর্থনৈতিক জঠিলতা, প্রেম ঘটিত সমস্যা, সামাজিক নৈতিক অবক্ষয়, বেকারত্বসহ ইত্যাদি কারণে এ মাত্রা ব্যাপক হারে বেড়েছে। যা দেশের সচেতন মহলকে দিন দিন উদ্বিগ্ন করে তুলছে।