জেএসএস নেতা কমলেশ্বর চাকমা আর নেইঃ জনসংহতি সমিতির শোক

পার্বত্য চট্টগ্রাম

সিএইচটি ভ্যানগার্ড

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সংগ্রামী সদস্য কমলেশ্বর চাকমা আজ (০৬/০৭/২০২৩ইং) সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে ভুগছিলেন। জানা যায়, বিগত কয়েকদিন আগে তিনি চিকিৎসার জন্য ঢাকা যান এবং গতকাল সকালে চিকিৎসা থেকে খাগড়াছড়িতে ফিরেন। আজ সকালে শাসকষ্টজনিত কারণে অবস্থার অবনতি হলে দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।


জানা যায়, তিনি ১৯৮১ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে যোগদান করেছিলেন। দীর্ঘ দুই যুগের অধিক সশস্ত্র আন্দোলনের পর ১৯৯৭ সালে বাংলাদেশ সরকারের সাথে জনসংহতি সমিতির ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলে তিনিও অস্ত্র সমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ও পার্টি আদর্শের প্রতি একনিষ্ঠ ছিলেন।


কমলেশ্বর চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পূজগাং এলাকার মৃত বিরাজ মোহন চাকমা ও দৈবকী চাকমার ৫ সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

বর্তমানে তার পরিবারসহ খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এলাকায় বসবাস করছেন। গতকাল রাতেই তার মরদেহটি খবংপড়িয়াস্থ তার বাস ভবনে নিয়ে যাওয়া হয়। আজ ০৭/০৭/২০২৩ইং দুপুরে খবংপড়িয়ায় তার দাহক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

জনসংহতি সমিতির শোক

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিভূ রঞ্জন চাকমা স্বাক্ষরিত এক শোক বার্তায় ত্যাগী এই নেতার প্রতি শোক জানিয়েছে জনসংহতি সমিতি একই সাথে তার শোক সন্ত্রস্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

Tags: , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

বান্দরবানের আলোচিত সিক্স মার্ডার ঘটনার ৩ বছর আজ
লংগদুতে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম নারী গণধর্ষণের শিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu