ভ্যানগার্ড প্রতিবেদক
“পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে এগিয়ে আসুন ও সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০.৩০ ঘটিকার সময়ে খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ রেগা ক্লাব মিলনায়তনে সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৮ম খাগড়াছড়ি সদর থানা ও ৪র্থ পৌর কমিটির সম্মেলন সম্পন্ন হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন শ্রী সুশীল চাকমা ও সামগ্রিক প্রতিবেদন পেশ করেন শ্রী কালো বরণ চাকমা।
শোক প্রস্তাব পাঠের পর আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট মৌনব্রত পালনের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়।
খাগড়াছড়ি সদর থানা শাখার বিদায়ী কমিটির সভাপতি শ্রী- কিরণ চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী- সুভাষ কান্তি চাকমা, সভাপতি , পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী- বিভূরঞ্জন চাকমা, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি; শ্রী- প্রণব চাকমা,সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি; শ্রী- সুদর্শন চাকমা, সদস্য, কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি; শ্রী- অজিত ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি; শ্রী- আরাধ্যপাল খীসা, সভাপতি, খাগড়াছড়ি জেলা কমিটি,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি; শ্রী- সিন্ধু কুমার চাকমা, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, মহিলা সমিতি, যুব সমিতি ও পিসিপির বিভিন্ন থানা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উপজেলার গণমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে বক্তারা বলেন, পার্টির নীতিগত সিদ্ধান্ত গণ হয়রানি বন্ধ করতে হবে। সকল স্তরের কর্মীদের গঠনমূলক এবং সাংগঠনিক পদ্ধতিতে কার্য পরিচালনায় সচেষ্ট হতে হবে৷ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সমগ্র জুম্ম জনগণকে সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা বলেন।
বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তি তথা জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যের কোন বিকল্প নেই। তবে সেই ঐক্য হতে হবে আদর্শিক। আদর্শিক ঐক্য না হওয়ার কারণে পূর্বেও দীর্ঘস্থায়ী ঐক্য প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করা হয়।
সম্মেলনে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে শ্রী- প্রত্যয় চাকমাকে সভাপতি; শ্রী- কালোবরণ চাকমাকে সাধারণ সম্পাদক এবং কিরণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ খাগড়াছড়ি সদর থানা কমিটি ঘোষণা করা হয়৷
একই সাথে খাগড়াছড়ি পৌর কমিটির পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে শ্রী-শিবলু ত্রিপুরাকে সভাপতি; শ্রী- মিল্টন তালুকদারকে সাধারণ সম্পাদক এবং শ্রী- তনয় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ বিশিষ্ট নতুন খাগড়াছড়ি পৌর কমিটি গঠন করা হয়।
সম্মেলনে নবগঠিত কমিটিগুলোকে শপথবাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী- সিন্ধু কুমার চাকমা।