ভ্যানগার্ড প্রতিবেদক
বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলীতে নিহত রত্ন চাকমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি সদর এবং দীঘিনালাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।
খাগড়াছড়িঃ বাঘাইছড়িতে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক পাহাড়ী ছাত্র পরিষদের কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রত্ন চাকমাকে (২১) হত্যার প্রতিবাদে সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাব হতে শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ করে। পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি তন্ময় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রতিভাস চাকমা; পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সুমেধ চাকমা; পিসিজেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক প্রতীম চাকমা; পিসিজেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক দীপন চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পর হতে সন্তু লারমা বিরুদ্ধ মতকে দমন জারি রেখেছেন, সন্তু লারমার নেতৃত্বের ব্যর্থটার কারণে পার্বত্য চট্টগ্রামে আজ চার চারটি সংগঠনের উদ্ভব হয়েছে বলেও বক্তারা অভিযোগ করেন।
আঞ্চলিক পরিষদের গদিদে বসে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে সন্তু লারমা কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে পারছেন সরকারের কাছে প্রশ্ন এই রাখেন বক্তারা। সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবীসহ সন্ত্রাসী বাহিনীর গডফাদারদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়।
সমাবেশ থেকে ছাত্রনেতা রত্ন চাকমার খুনী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ সারাদেশে চলমান নারী নির্যাতনের ঘটনাগুলোর নিন্দা জানানো হয়।
দীঘিনালাঃ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, দীঘিনালা থানা শাখার উদ্যোগে বাঘাইছড়িতে কাচালং সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রত্ন চাকমাকে হত্যার প্রতিবাদে বিকাল ৩.৩০ ঘটিকার সময় দীঘিনালায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি লারমা স্কোয়ার হতে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। সংগঠনটির দীঘিনালা থানা শাখার সভাপতি মৃণাল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিজেএসএস দীঘিনালা থানা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক জ্ঞান চাকমা; যুব সমিতির দীঘিনালা থানা শাখার সভাপতি সোনামনি চাকমা; পিসিপি’র দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক রিংকু চাকমা।
বক্তারা সন্তু লারমার হত্যার রাজনীতির তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সন্তু লারমা পাহাড়ে একের পর পর নৃশংস হত্যাকান্ড পরিচালনা করে যাচ্ছেন বলেও সমাবেশ থেকে অভিযোগ করা হয়।
সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামের মহা দানব আখ্যায়িত করে সন্তু লারমা ও তার দলকে বয়কট করার জন্য জুম্ম জনগণের প্রতি আহ্বান জানিয়ে সন্তু লারমার দল কর্তৃক পরিচালিত সকল হত্যাকান্ডের বিচারসহ ছাত্র নেতা রত্ন চাকমার খুনীদের গ্রেফতারপূর্বক ফাঁসীর দাবী জানানো হয়।
অপরদিকে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রতিভাস চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে – ছাত্রনেতা হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য এবং ধ্বংস করার যে অপচেষ্টা সন্তু লারমা নেতৃত্বে সংঘটিত হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।