খাগড়াছড়িতে মিথ্যা মামলায় কারাগারে সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মারমা

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামের একটি সংস্থার কর্মচারী পরিচয় দানকারী জামাল উদ্দিন এর দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মারমাকে পুলিশ আটক করে কারাগারে পাঠিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত সোমবার (১৩ জুন ২০২২) চাইথোয়াই মারমার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

এই মানববন্ধন কর্মসূচিতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. নুরুল আজম ও সাবেক সহ-সম্পাদক রিপন সরকার ও সাবেক পার্বত্য প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক চাইথোয়াই মার্মার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত পেশাজীবী সাংবাদিক সমাজ খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু চাইথোয়াই মারমা’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

চাইথোয়াই মারমা

সরেজমিনে জানা যায়, গত ২ জুন বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি এনজিও খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি যৌথ খামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ কিছু আসবাবপত্র দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে মহালছড়ি নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার প্রধান অতিথি এবং সাংবাদিক সৈকত দেওয়ান ও রুপায়ন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনওর উপস্থিতিতে বিদ্যালয়ে আসবাবপত্র দেওয়ার অনুষ্ঠানের বিষয়ে জানতেন না বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আম্যে মারমা। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক চাইথোয়াই মারমা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে অপর সিনিয়র সাংবাদিক জুলহাস উদ্দিনকে সঙ্গে নিয়ে উপস্থিত হলে আয়োজিত অনুষ্ঠান দেখতে পান। তাৎক্ষনাৎ কিছু বুঝতে না পেরে অনুষ্ঠান দেখতে থাকেন তারা। ঘটনাস্থলে উপস্থিত জুলহাস উদ্দিন জানান, অনুষ্ঠান শেষে চাইথোয়াই মারমা আয়োজক বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মচারী পরিচয় দানকারী মো: মোবারককে সাংবাদিক এবং তিনি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচয় দিয়ে অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে তেলে বেগুনে জ্বলে উঠে মোবারক এবং মারমুখী হয়ে তেঁড়ে আসলে চাইথোয়াই মারমা আত্মরক্ষার চেষ্টা করেন। এসময় মোবারকের সহকর্মী জামাল উদ্দিন চাইথোয়াই মারমার পরিহিত শার্ট টেনে ধরলে তা ছিঁড়ে যায়। তিনি আরো বলেন, ঐ ঘটনা ওখানেই শেষ । কিন্তু কেন বা কি উদ্দেশে বা কার প্ররোচনায় মোহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে এ ধরনের একটি ডাহা মিথ্যা মামলা দায়ের করলেন তা বোধগম্য নয় ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মেমং মারমা জানান, সেদিন (২জুন) অত্র স্কুলের প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক চাইথোয়াই মারমার সাথে এনজিও কর্মীদের সামান্য কথা কাটাকাটি হয়েছিল।


বিদ্যালয়টির পরিচালনা কমিটির সহ সভাপতি রুইথিঅং মারমা বলেন, ইউএনও ম্যাডাম চলে যাওয়ার পর আমাদের সাংবাদিক চাইথোয়াই বাবু এবং এনজিও কর্মীদের শুধু কিছু বাকবিতণ্ডা হয়েছিল। মামলা হওয়ার মতো কিছুই হয়নি। কিন্তু এটাকে নিয়ে মামলায় আমাদের বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা চাইথোয়াই সাংবাদিক জেলে যাওয়ায় আমরা খুবই দুঃখ পেয়েছি এবং তার নিঃশর্ত মুক্তি দাবী করছি ।

ঘটনার বিষয়ে জানতে মোবাইল করা হলেও রিসিভ করেননি জামাল উদ্দিন।

Tags: , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

লংগদুতে এক জুম্ম নারীর গলাকাটা লাশ উদ্ধার
কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu