সিএইচটি ভ্যানগার্ড
খাগড়াছড়ি সদরের কমলছড়ি গ্রামে চেঙ্গী নদীতে ফুল দিতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায় আজ সকালে (১২ এপ্রিল ২০২৩) গ্রামের লোকজনের সাথে চেঙ্গী নদীতে তিনি ফুল দিতে গিয়েছিলেন, বড়দের অগোচরে পানিতে নেমে পড়েন এবং সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিশুটির নাম মৈত্রী চাকমা(৬)। তিনি কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গিয়েছে।
তার মৃত্যুতে আনন্দঘন মূহুর্ত যেন শোকে পরিণত হয়েছে কমলছড়ি এলাকাবাসীর।
পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, বিষু, সাংক্রান। এই উৎসবের চাকমা সম্প্রদায়ের আজকে ফুল বিঝুর দিন। নদীতে ফুল দিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের মাধ্যমে পালিত হয় এ উৎসব।