সিএইচটি ভ্যানগার্ড, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি-২০২৫’-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শহরের সূর্য শিখা ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াপুর জেবিসি মিলনায়তনে সমাবেশে মিলিত হয়।

র্যালীতে অংশগ্রহণকারীরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি বেদখলের বিরুদ্ধে, ধর্ষণ বিরোধী, পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি- ২০২৫, খাগড়াছড়ি এর আহ্বায়ক সাথোয়াইঅং মারমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা।
এসময় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সংগ্রামী সদস্য জ্ঞান প্রিয় চাকমা, সাধারণ শিক্ষার্থী জনোত্তম চাকমা, টিএসএফ খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি আকাশ ত্রিপুরা, সাংস্কৃতিক কর্মী কৃপায়ন ত্রিপুরা, পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট, লেখক ও নাট্যকার আনন্দ মোহন চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন- বিগত সময়ে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আদিবাসী জনগণের ওপর সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখল, নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বেড়েছে। এছাড়া বম সম্প্রদায়ের লোকদের নির্বিচারে গ্রেফতার, নিরপরাধ বন্দিদের জামিন না দেওয়া এবং সাঁওতাল কৃষকদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশ থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবীনামাগুলো হল-
- ১. জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে।
- ২. আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং পাঠ্যপুস্তকে আদিবাসী জাতিগোষ্ঠীদের সঠিক ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করতে হবে।
- ৩. পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।
- ৪. সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।
- ৫. পার্বত্য চট্টগ্রাম ও সমতলের আদিবাসীদের ঐতিহ্য ও প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে।
- ৬. পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সংঘটিত ধর্ষণের বিচার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- ৭. কারাগারে অন্তরীণ নিরপরাধ আদিবাসী বম সম্প্রদায়ের লোকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।