ভ্যানগার্ড ডেস্ক

আজ মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময়ে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কুতুকছড়ি বাজারের বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ৩ জন আরোহী নিহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। অতিরিক্ত ওজনের কারণে ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে বলে জানা যায়।
সকালে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল ট্রাকটি, পথেইে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে রাঙ্গামাটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে।
বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ার কারণে রাঙ্গামাটির সাথে নানিয়ারচর, মহালছড়ি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ চালু রাখতে সড়ক বিভাগের প্রকৌশলীরা কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার নির্বাহী প্রকৌশলী।