সিএইচটি ভ্যানগার্ড, কাউখালী প্রতিনিধি

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় একদল সেটেলার বাঙ্গালি কর্তৃক এক জুম্ম তরুণীকে (২৪) গণধর্ষণের খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৫ দিবাগত রাত আনুমানিক ১২টার সময় উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু পাড়ায় মোটরসাইকেলে করে কয়েকজন সেটেলার বাঙ্গালি তরুণীর বাড়ি এসে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। সেটেলার বাঙ্গালীরা তুলে নিয়ে কাউখালী উপজেলাস্থ তাদের একটি বাসায় সঙ্গবদ্ধভাবে রাতভর ধর্ষণ করে তরুণীকে।
পরদিন সকালে (১৭ এপ্রিল, বৃহস্পতিবার) তরুণী ওখান থেকে পালিয়ে কাউখালী থানায় যায়। একইদিন তরুণীর বাবা কাউখালী বাজারে গেলে সেখান থেকে পুলিশ থানায় ডেকে নিয়ে যায়। সেখানে নানা জিঙ্গাসাবাদ করা হয়। পরে ধর্ষণের সাথে অভিযুক্ত তথা যার নেতৃত্বে এই ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে মোঃ ফাহিম এর নামে কাউখালী থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।
ভুক্তভোগী তরুণী বর্তমানে সু-চিকিৎসা ও মেডিক্যাল চেক-আপ করার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা’র দিকে সেনাবাহিনী ও পুলিশ ভুক্তভোগীর বাড়ি এসে মা-বাবা এবং প্রতিবেশীদের অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন।