ধর্ষক ফাহিম ও তার গং কে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেন্টাম
সিএইচটি ভ্যানগার্ড, খাগড়াছড়ি

রাঙ্গামাটির কাউখালীর কলমপতিতে এক আদিবাসী মারমা তরুণীকে ধর্ষণ, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাঙ্গামাটিতে বিএমএসসি (বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল) কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রশাসনের বাঁধা প্রদানের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ।
আজ (১৯ এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় শহরের য়ংড বৌদ্ধ বিহারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বরের দিকে এগোতে চাইলে পানখাইয়া পাড়া রোডের মোড়ে আসলে পুলিশ মিছিলে বাঁধা প্রদান করে। এতে ছাত্ররা পুলিশ প্রশাসনকে বুঝানোর চেষ্টা করলেও তারা উল্টো মিছিলটি নিয়ে ফিরে যেতে বলে। পরে ছাত্র জনতা রাস্তা ব্লক করেই তাদের নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত করে।
মিছিল থেকে কাউখালীতে ধর্ষণের যে ঘটনা সংঘটিত হয়েছে তার সুষ্ঠু বিচার এবং সারাদেশে ধর্ষণের যে বিচারহীন সংস্কৃতি গড়ে উঠেছে তার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন পাহাড় কিংবা সমতলে যতগুলো ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে তার একটিরও সুষ্ঠু বিচার হয়নি ফলে ধর্ষকরা আরো উৎসাহিত হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে। আজকে কোথাও নারীদের নিরাপত্তা নেই, ঘরে-বাইরে, অফিসে, বাসে, রাস্তাঘাটে কোন খানেই নারীরা নিরাপদ নয়।
বক্তারা আরো বলেন আমরা অপহরণের কিন্তু দেশীয় অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণের ঘটনা আমরা প্রথম দেখলাম। অপরাধী চিহ্নিত হলেও ধর্ষণের তিন দিন পরও অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত ফাহিম ও তা গংকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মিছিল থেকে ধর্ষক ফাহিম ও তার গং কে গ্রেফতারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়, যদি তা না হয় তাহলেও তিন পার্বত্য জেলায় তীব্র আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
পাশাপাশি আজ রাঙ্গামাটিতে বিএমএসসি একই ধর্ষণের ঘটনা নিয়ে বিক্ষোভ মিছিল করতে চাইলে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবসহ পার্বত্য উপদেষ্টা আসবেন এমন নানা অজুহাতে প্রশাসন বাঁধা প্রদান করে। এতে মিছিলটি ভন্ডুল হয়ে যায়। বক্তারা প্রশাসনকে প্রশ্ন করে বলেন আপনারা কি ধর্ষণের পক্ষে? না হলে ধর্ষণের মিছিলে বাঁধা কেন? পার্বত্য উপদেষ্টা কিংবা জলকেলি উৎসবের সাথে ধর্ষণের কি সম্পর্ক? বক্তারা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে প্রশাসনের এমন আচরণে তীব্র নিন্দা জানান।
মিছিলে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী চম্পা মারমা; সাধারণ শিক্ষার্থী কবিতা চাকমা; বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক উক্যনু মারমা।
উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল ২০২৫ দিবাগত রাত আনুমানিক ১২টার সময় উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু পাড়ায় মোটরসাইকেলে করে কয়েকজন সেটেলার বাঙ্গালি তরুণীর বাড়ি এসে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। সেটেলার বাঙ্গালীরা তুলে নিয়ে কাউখালী উপজেলাস্থ তাদের একটি বাসায় সঙ্গবদ্ধভাবে রাতভর ধর্ষণ করে তরুণীকে। ঘটনায় কাউখালী থানায় জিডি হলেও তিন দিন পরও অপরাধীরা গ্রেফতার হয়নি।