ডেস্ক রিপোর্ট
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় ক্ষতিগ্রস্ত রবি টাওয়ার সংস্কারে গেলে মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫) নামের দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এঘটনা ঘটে। তবে অপহৃতদের ঠিকানা বিকেল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। (টাওয়ার কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানা যায়)
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘বিষয়টি অবগত আছি, তবে এ ঘটনায় কোন অভিযোগ করেনি কেউ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ’।
উল্লেখ্য গত ১৬ই এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী এবং গত ১৮ই এপ্রিল বাঘাইছড়ির বঙ্গলতলি ইউনিয়নের ডাঙ্গাছড়া গ্রাম থেকে ইউপিডিএফ (প্রসীত) এর সাবেক সদস্য কালা চাকমাকে অপহরণের ঘটনা ঘটে। এই দুই ঘটনার সাথেও ইউপিডিএফ (প্রসীত) এর সম্পৃক্ততার অভিযোগ উঠে।
অব্যাহত অপহরণ এবং অপহরণের তিন দিনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও নিখোঁজ থাকায় জনমনে ক্ষোভ দেখা দিচ্ছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়টির আদিবাসী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন থেকে আগামীকাল তিন পার্বত্য জেলাসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।