আফগানিস্তানে তালেবান হামলায় ২০ আফগান সেনা নিহত

আন্তর্জাতিক

ভেনগার্ড ডেস্ক

আফগানিস্তানের নিমরুজ প্রদেশের খাশরুদ জেলায় তালেবানের হামলায় ২০ আফগান সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগানিস্তানের টোলো নিউজ সূত্রে জানা যায়, তালেবানরা একটি সেনা ক্যাম্পে অতর্কিত চালায় এবং দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এতে ২০ সেনার পাশাপাশি ১২ তালেবান সদস্যও নিহত হয়েছে বলেও খবরে বলা হয়েছে। তালেবানরা ক্যাম্প থেকে গোলা-বারুদ করেছে বলেও জানিয়েছে আফগানিস্তান।

প্রতীকি ছবি

ফারহা প্রদেশের সরকারি কর্মকর্তা দাদুল্লাহ কোয়ানি জানান, সোরে শামলা এলাকায় সেনার সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছিল। সেই সংঘর্ষ সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। সেই সুয়োগে সেনা ছাউনিতে হামলা করে তালেবান। হামলার দায় স্বীকার করেছে তালেবান।
ওয়াতানদুস্ত বলেন, সরকারের পক্ষে নিহত সৈন্যদের লাশ সরিয়ে আনা সম্ভব হয়নি এবং ওই সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নিয়েছে। খাশরুদের জেলা প্রশাসক বলেন, এর আগেও একবার এই সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ১৩ সৈন্য নিহত হয়েছিলেন। এরপর ক্যাম্পটিকে নুতন করে অস্ত্রসস্ত্র ও সেনাসজ্জিত করার পর দ্বিতীয়বার তালেবানের হামলা হলো। এর আগে গেলো মঙ্গলবার আফগানিস্তানের তালেবান গোষ্ঠী তাখার প্রদেশে আকস্মিক হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যসহ ৪০ জনকে হত্যা করেছিল।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে এবং দেশটির দুই দশকের সংঘর্ষ ও রক্তপাত অবসানের চেষ্টা চালানো হচ্ছে তখন তালেবানের পক্ষ থেকে এসব হামলা চালানো হলো। সূত্র : আল জাজিরা

Tags: , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সারা দেশে ঐক্য পরিষদের বিক্ষোভ
রত্ন চাকমা’কে হত্যার প্রতিবাদে মহালছড়িতে পিসিপি’র বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu