সিএইচটি ভ্যানগার্ড, নাটোর

আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসী জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আসন্ন জাতীয় বাজেটে আদিবাসীদের উন্নয়ন জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ মে ২০২৫ (শনিবার) সকাল ১১টায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয় । মাদ্রাসা মোড়ের বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে আবারও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক নকুল পাহান, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, সেচ্ছাসেবক সম্পাদক হেমন্ত পাহান, রংপুর জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র খালকো, নাটোর জেলা কমিটির রঘুনাথ এক্কা, পাবনা জেলা কমিটির সভাপতি আশিক বানিয়াস, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, নাটোর জেলা সাধারণ সম্পাদক প্রতাব সিং প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি আদিবাসীদের দীর্ঘদিনের দাবি। তবুও আদিবাসীরা আদিবাসী হিসেবে স্বীকৃতি বঞ্চিত। সমতলের আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা, পৃথক মন্ত্রণালয় ও ভূমি সুরক্ষায় ভূমি কমিশন গঠন করা জরুরি। একইসাথে আদিবাসীদের ওপর সংঘটিত সকল নির্যাতন ও নিপীড়নের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সাহেবগঞ্জ-বাগদা ফার্মের তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ পরিকল্পনা বাতিল করে বাপ-দাদার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী জনগণ অংশগ্রহণ করেন।