বিশেষ প্রতিনিধি
বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নস্থ কয়লা গ্রামে আজ (১১ মে ২০২৫) সন্ধ্যায় এক আদিবাসী ত্রিপুরা নারীকে ধষর্ণ চেষ্টার অভিযোগ উঠেছে আবুল কাশেম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ।

স্থানীয় সূত্রে জানা যায়, নারীটি সে সময়ে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে। অভিযোগ দেওয়ার জন্য থানায় যেতে চাইলে স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বাঁধা এবং মামলা না দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ চেষ্টাকারী আবুল কাশেম স্থানীয় বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ধর্ষণ চেষ্টাকারী আবুল কাশেম বর্তমানে পলাতক রয়েছেন।