লংগদু প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে গণসংগঠন গড়ে তুলুন এই শ্লোগানকে সামনে রেখে ডানে আটরকছড়া লংগদুদে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু থানা কমিটির ৩য় থানা সম্মেলন।

সকাল ১০টায় শুরু হওয়া লংগদু থানা কমিটির অন্তর্ভুক্ত প্রতিনিধি এবং পর্যবেক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী সম্মেলনে বিদায়ী কমিটির সদস্য সুশীল জীবন চাকমার সঞ্চালনায় এবং বিদায়ী সভাপতি অনঙ্গ লাল চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রশান্ত চাকমা, যুব বিষয়ক সম্পাদক,পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটি, প্রফুল্ল কুমার চাকমা, আইন বিষয়ক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, কেন্দ্রীয় কমিটি, জ্ঞানজীব চাকমা সাংগঠনিক সম্পাদক, রাঙ্গামাটি জেলা কমিটি, পিসিজেএসএস প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত চুক্তি সম্পাদনের ২৬টি বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের অধিবাসী জুম্মদের জাতীয় অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে। উপরন্তু রাষ্ট্রীয় কাঠামোকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহারের ফলস্বরূপ পার্বত্য চট্টগ্রামের রক্ষাকবচ ১৯০০ সালের শাসনবিধি বাতিলের পায়তারা করছে। এমনতর সংকটময় সময়ে জাতীয় অস্তিত্ব এবং জন্মভূমির অস্তিত্ব তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় গণসংগঠন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনকে বেগবান করার কোন বিকল্প নেই।
সম্মেলন থেকে উপস্থিত প্রতিনিধিদের সমর্থনের মাধ্যমে সুশীল জীবন চাকমাকে সভাপতি, যতীন বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক এবং বিক্রম চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট লংগদু থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্যানেল উপস্থাপন এবং শপথবাক্য পাঠ করান সংগঠনটির রাঙ্গামাটি জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জগদীশ চাকমা।