সিএইচটি ভ্যানগার্ড, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে কংচাইঞো (৩১) মারমা নামে মগপার্টির এক নেতার নিহতের খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, আজ (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় মগপার্টির সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অপারেশন পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি ঠের পেয়ে সেনা সদস্যদের উপর সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে, এতে সেনাবাহিনী পাল্টা গুলি ছুঁড়লে সেখানে নিহত হন কংচাইঞো মারমা। এসময় তার কাছ হতে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী।
মরদেহটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, নিহত কংচাইঞো মারমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার গুরগুজ্জেছড়ি এলাকার অংগ্যজাই মারমার ছেলে।
নিহত কংচাইঞো মারমা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন মানিকছড়ি-গুইমারা এলাকায় অবস্থান করে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম পরিচালনা করে যাচ্ছিলেন এই কংচাইঞো মারমা। গত ১২ থেকে ১৫ দিন আগে মগপার্টির কিছু সদস্য খাগড়াছড়িতে এসে অবস্থান নিয়েছিল এমন তথ্য জানা গিয়েছিল।