সিএইচটি ভ্যানগার্ড, ঢাকা

আন্তর্জাতিক আদিবাসী দিবস- ২০২৫ উপলক্ষে আজ ৮ আগস্ট ২০২৫ইং বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্টস ইউনিটির আয়োজনে আজ ঢাকার পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্টিস্টস ইউনিটির সদস্য সান্তুয়া ত্রিপুরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির শিরোনাম দেওয়া হয় “আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন: কবিতা, সংলাপ ও শিল্পের মাধ্যমে আদিবাসী সংস্কৃতির বহিঃপ্রকাশ”। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় তাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল “Culture for Identity: From Soil to Soul” || “সংস্কৃতিই পরিচয়ঃ ভূমি থেকে সত্তায়”।
“সেন্সরশিপ, স্ব-সেন্সরশিপ, নজরদারি ও আদিবাসী শিল্পচর্চার অন্যান্য চ্যালেঞ্জ” বিষয়ক আলোচনা, আদিবাসী কবিতা আবৃত্তি, সিনেমা স্ক্রিনিং ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কবিতা ও সংলাপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- “অনুষ্ঠানের প্রথম পর্বে আদিবাসী কবিরা নিজ মাতৃভাষায় কবিতা পাঠ করেন। অনন্যা দ্রং, বাধন হাজং, বিথি কুজুর তাদের কবিতার মাধ্যমে আদিবাসী জীবন ও সংস্কৃতির নানাদিক উপস্থাপন করেন। পরবর্তীতে এডিট দেওয়ানের সঞ্চালনায় এক সংলাপে আলোচকরা বাংলাদেশে আদিবাসী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন ফটোগ্রাফার ডেনিম চাকমা, সংস্কৃতি কর্মী ও সংগীত শিল্পী পিংকি চিরান, আন্তনী রেমা ও আগস্টিন মুর্মু। ডেনিম চাকমা পার্বত্য চট্টগ্রামে ফটোগ্রাফি করতে গিয়ে সেনাসদস্যের দ্বারা জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং আদিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণের সমালোচনা করেন। পিংকি চিরান তার ব্যান্ড “এফ মাইনর”-এর পরিচয় আদিবাসী নারী হিসেবে তুলে ধরার গুরুত্ব ব্যাখ্যা করেন। দর্শকদের পক্ষ থেকে ডালিয়া চাকমা আদিবাসী শিল্পকর্ম মূলধারায় উপস্থাপনকালে বাড়তি নজরদারির সমাধান জিজ্ঞাসা করলে আলোচকরা দৃঢ়তা ও অগ্রগতির আহ্বান জানান।”
সিনেমা স্ক্রিনিং ও সাংস্কৃতিক পরিবেশনা সম্পর্কে আরো উল্লেখ করা হয়- “সান্তুয়া ত্রিপুরার পরিচালনায় আদিবাসী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “Will Menle Return?” (জৌপারি লুসাই) ও “A Snail Without Shell” (মহিন রাখাইন) প্রদর্শিত হয়। “Crafting at the Edge” শিরোনামে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আদিবাসী তরুণ সিনেমা নির্মাতাদের সিনেমা তৈরির যাত্রা ও সম্ভাবনার বিষয়ে একটি আলোচনা হয়। উল্লেখ্য, “ইন্ডিজেনাস স্ক্রিন” হচ্ছে ইন্ডিজেনাস আর্টিস্টস ইউনিটির একটি প্লাটফর্ম যেখানে আদিবাসী সিনেমা নির্মাতাদের মিলনস্থল প্রকল্পে যাত্রা শুরু হয়।
শেষ পর্বে সুচি মারমা, সবুজ মাজি, থিয়াম বম, হৃদয় সরেন ও লাপল কড়ার সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এছাড়াও আদিবাসী চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল।