ভ্যানগার্ড ডেস্ক
বান্দরবানের থানচি উপজেলাধীন মংখয় পাড়ায় এক খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
আজ ৫ মে ২০২৫ খ্রি: বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মংখয় পাড়ার (খিয়াং পাড়া) তিন সন্তানের জননী চিংমা খিয়াং (২৯) নামের একজন আদিবাসী নারীকে তিনজন সেটলার বাঙালি শ্রমিকের বিরুদ্ধে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিংমা খিয়াং প্রতিদিনের মতো আনুমানিক সকাল ৭.০০ ঘটিকায় নিজেদের জুমে একা কাজ করতে যান। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার সময় হলে তিনি না ফিরলে পরিবারের লোকজন ও গ্রামবাসী খোঁজাখুজি শুরু করেন। এসময় তারা জুমে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান। তা অনুসরণ করে খুঁজতে খুঁজতে আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকার সময় চিংমা খিয়াং এর লাশ পাওয়া যায়।
প্রাথমিকভাবে, লাশের চোখ তুলে ফেলে এবং মাথায় আঘাতের চিহ্ন দেখার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য চিংমা খিয়াং গত ৪ মে ২০২৫ তারিখে জুমে যাওয়ার পথে রাস্তা নির্মাণে কাজে নিয়োজিত তিনজন বাঙালি শ্রমিককে দেখতে পেয়ে ভয়ে বাড়িতে পালিয়ে আসেন।
পরিবার ও গ্রামবাসীর সুত্রমতে, চিংমা খিয়াং জুমে যাওয়ার পথে ঔৎপেতে থাকা তিনজন বাঙালি শ্রমিক জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করেছে।