বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক তাদের সাবেক এক কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে।
অপহৃত ব্যক্তির নাম কালা চাকমা (৪০)। তিনি বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের ডাঙ্গাছড়া গ্রামের মৃত সুনীল কুমার চাকমার ছেলে।
জানা যায়, আজ (১৮ এপ্রিল ২০২৫) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে কালা চাকমাকে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের শিকার কালা চাকমা সাবেক ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত কালা চাকমাকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৬ এপ্রিল ২০২৫ খ্রি খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ও অটো চালককে অপহরণের ঘটনায় ইউপিডিএফ জড়িত বলে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ দাবী করেছে। যাদের এখনো উদ্ধার করতে পারেনি যৌথ বাহিনী।