চট্টগ্রাম প্রতিনিধি
আজ (১৪ এপ্রিল ২০২৫ ইং) সোমবার পতেঙ্গা সমুদ্র সৈকতে সকাল ৭.০০ ঘটিকার সময়ে হাজার হাজার আদিবাসী জনগোষ্ঠীর জনসমাগমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বৃহৎ সামাজিক উৎসব বিঝু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা- ২০২৫ইং উপলক্ষে “জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সচেতন হোন” এই প্রতিপাদ্যে বন্দর নগরী চট্টগ্রামে আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন পিন্টু চাকমা, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রাম।
অনুষ্ঠানে আদিবাসী মারমা সম্প্রদায়, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, ত্রিপুরা শ্রমিক ফোরাম, তঞ্চঙ্গা সম্প্রদায় এবং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠনের ব্যানের মঙ্গল শোভাযাত্রা’য় পাঁচ হাজারের অধিক জুম্ম/ আদিবাসীরা আড়ম্বরপূর্ণভাবে অংশগ্রহণ করেছে। র্যালীতে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান, বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে, আদিবাসী জাতিগোষ্ঠীদের নিত্যদিনের ব্যবহার্য বিভিন্ন জিনিসসহ নানা প্রকারের কৃষ্টি-কালচার, ঐতিহ্যকে তুলে ধরা হয়।
চাকমাদের গেংহুলির সুরে, ত্রিপুরাদের গরিয়া নৃত্যের তালে তালে, মারমাদের সাংগ্রাইয়ের গানের তালে তালে, ঐতিহাসিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত ভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় পানিতে ফুল দিয়ে প্রার্থনা করা হয়।
সকাল ৮.০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চট্টগ্রাম সার্বজনীন বিজু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা- ২০২৫ইং উদযাপন কমিটির সদস্য সচীব অরুন জয় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভদন্ত সাধনাজ্যোতি মহাথের, অধ্যক্ষ, হিল চাদিগাং বৌদ্ধ বিহার ইপিজেড, চট্টগ্রাম। বিশেষ অতিথি বাবু রুবেল বড়ুয়া, সম্মাণিত ট্রাস্টি, বৌদ্ধ ধর্মী কল্যাণ ট্রাস্ট,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। নিখিল চাকমা, সভাপতি, আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগর। এছাড়াও বন্দর নগরী চট্টগ্রাম ফ্রিপোর্টের সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
বক্তারা আলোচনা সভায় জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সচেতন হোন হওয়ার আহবান জানান এবং সরকারের কাছে আদিবাসী জাতিগোষ্ঠীসমূহের সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের নিশ্চয়তা প্রদানের আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জুম্ম/আদিবাসীদের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন ও নৃত্যর মধ্যে দিয়ে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম সার্বজনীন বিজু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা- ২০২৫ইং উদযাপন কমিটি কর্তৃক লাকী কূপণ ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।