“আদিবাসী গণমাধ্যম” নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ দফা সুপারিশমালা

আদিবাসীদেশ

সিএইচটি ভ্যানগার্ড ডেস্ক

গণমাধ্যম সংস্কার কমিশন

আজ ২২ মার্চ, ২০২৫ অর্ন্তবর্তীকালীন সরকার তার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ প্রকাশ করেছে। গণমাধ্যম সংস্কার কমিশন “আদিবাসী গণমাধ্যম” বিষয়ে ৭ দফা সুপারিশ প্রদান করেছে। গণমাধ্যম সংস্কার কমিশনের পেশকৃত সুপারিশমালার ২১.১৮ অনুচ্ছেদে “আদিবাসী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সমসুযোগ সৃষ্টি সম্পর্কিত সুপারিশ” অংশে “আদিবাসী গণমাধ্যম” নিয়ে সুনির্দিষ্ট ৭ দফা সুপারিশমালা সমূহ হল-

১. গণমাধ্যম নীতিমালায় আদিবাসী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণের বিষয় অর্ন্তভুক্তি;

২. গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর জন্য নূন্যতম সম্প্রচার সময়সীমা নির্ধারণ;

৩. আদিবাসী অধ্যুষিত অঞ্চলে প্রকাশ/প্রচাররত গণমাধ্যমে আদিবাসী ভাষায় সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনকে গুরুত্ব দেওয়া;

৪. আদিবাসীদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে যেসব মাধ্যম গড়ে উঠেছে, তার নিবন্ধন সহজতর করা; এছাড়া আদিবাসীদের নিজস্ব গণমাধ্যম যেন আরও গড়ে উঠতে পারে, তার প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

৫. মূলধারার গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর উপস্থাপন যথাযথ ও উপস্থিতি নিশ্চিত করার জন্য গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর যথাযথ উপস্থাপনের জন্য নির্দেশিকা প্রস্তুত করা।

৬. সাংবাদিকতা শিক্ষা ও প্রশিক্ষণে ’আদিবাসী বিষয়’ (Indigenous Studies) অর্ন্তভুক্ত করা।

৭. আদিবাসী সাংবাদিক/সাংবাদিকতা শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ দেওয়া ও নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা ।

প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে নেওয়া সুপারিশমালার ছবি।
Tags: , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

সারাদেশে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে তিন সংগঠনের বিক্ষোভ
ইসরাইলের হামলায় গাজার ‘প্রধানমন্ত্রী’ নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu