কাপ্তাই হ্রদের পানি অব্যাহতভাবে বাড়ার কারণে বাঁধের জলকপাট খোলা হলো ৪ ফুট

রাঙ্গামাটি

সিএইচটি ভ্যানগার্ড

ছবিঃ অনলাইন থেকে সংগ্রহীত

উজান থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ী ঢল এবং রাঙামাটিতে বৃষ্টিপাতের কারণে আবারও বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে বিপৎসীমায় পৌঁছেছে হ্রদের পানির স্তর। পানি কমাতে আজ ২ সেপ্টেম্বর ২০২৪ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

এর আগে রবিবার (১ সেপ্টেম্বর ২০২৪) জলকপাট দুই ফুট খোলা থাকলেও হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আজ সোমবার সকাল থেকে সাড়ে তিন ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.৭৪ এমএসএল(মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় চার ফুট করে গেইট খুলে দেওয়া হয়েছে।

এতে প্রতি সেকেন্ডে পানি নিস্কাশন হচ্ছে ৭৯ হাজার কিউসেক। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে পানি ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি।

এদিকে হ্রদের পানির স্তর আবারও বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে দুর্ভোগে রয়েছে হ্রদের নিম্নাঞ্চল। প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়িসহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। হ্রদের পানি না কমায় জনদুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। তবে অনেকেই ত্রাণ পাননি বলে অভিযোগ করেছেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, জেলায় পানিবন্দি মানুষের জন্য ৯২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে।একই সাথে বাঁধের পানি ছাড়া অব্যাহত রয়েছে। আশা করছি দুয়েকদিনের মধ্যে পানি কমে আসবে।

এর আগে ২৫ আগস্ট সকালে ৬ ইঞ্চি করে খোলা হয় বাঁধের ১৬টি জলকপাট, যা দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছিলো। ছয় ঘণ্টা খোলা রাখার পর সেদিন দুপুরে বন্ধ করা হয় জলকপাটগুলো। পরে রাতে আবার খুলে দেওয়া হয়। সেই থেকে ৬ ইঞ্চির পর ক্রমাগত বাড়ানো হয় গেটের খুলে দেয়ার উচ্চতা, যা সোমবার বিকেলে ৪ ফুট উচ্চতায় এসে ঠেকেছে।

সূত্রঃ কালেরকন্ঠ

Tags: ,

এই সম্পর্কিত আরও পোস্ট

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের যুগপৎ আন্দোলনই ঐক্যের মূল ভিত্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu