আদিবাসী দিবসের কর্মসূচি স্থগিত

ভ্যানগার্ড প্রতিবেদক

আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচি স্থগিত করেছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি, খাগড়াছড়ি। দেশে চলমান সামগ্রীক পরিস্থিতি বিবেচনায় জনগণের সামগ্রীক নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শোভাকুমার চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কর্মসূচি স্থগিতের এই বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি ২০২৪ এর পক্ষ থেকে যুগ যুগ ধরে অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রামরত বিশ্বের সকল আদিবাসী জনগণ ও আদিবাসীদের অধিকারের পক্ষে সোচ্চার বুদ্ধিজীবী, আন্তর্জাতিক সংগঠনসহ বাংলাদেশের আপামর জনসাধারণকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আরও বলা হয় – “Protecting the Rights of Indigenous Peoples in Voluntary Isolation and Initial Contact” আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি ছিল। কিন্তু জুলাই মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যপী ছাত্র-জনতার যৌক্তিক দাবীতে আন্দোলনের প্রেক্ষিতে স্বৈরাচারী ও ফ্যাসীবাদী সরকারের পতন এবং তৎপরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনসাধারণের সামগ্রীক নিরাপত্তা এবং দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অনুষ্ঠিতব্য আদিবাসী দিবসের অনুষ্ঠানাদি স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সামজিক উদ্যোক্তা, সমাজসেবক, নোবেল পুরস্কার বিজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে সেই সরকারকে আগাম শুভেচ্ছা জানিয়ে সেই সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামসহ সমতলের আদিবাসীদের অধিকার রক্ষা তথা বাংলাদেশের সমগ্র জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আন্তরিক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tags: , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস- ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জাতিগত সংখ্যালঘুদের অধিকারের প্রত্যাশাঃ জেএসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu