নানিয়াচরের বগাছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম যুবককে হত্যা

রাঙ্গামাটি

সিএইচটি ভ্যানগার্ড

ছবিঃ সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়াচর উপজেলার বগাছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম যুবককে হত্যার খবর পাওয়া গেছে।

নিহত যুবকের নাম জিকন চাকমা(২৬), পিতা- নিরঞ্জন চাকমা, গ্রাম- ব্যাঙমারা হলা, ৭ নং ওয়ার্ড, ২নং নানিয়াচর ইউনিয়ন। তিনি ভাড়ায় চালিত মোটর সাইকেল চালাতেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্র মতে, গত ১৪ই মার্চ ২০২৪ দুপুরের দিকে জিকন চাকমা মো: জিয়া নামের এক বাঙালি ব্যবসায়ীকে মোটর সাইকেল যোগে ইসলামপুরে পৌঁছে দিয়ে বটতলা মাঠে ফুটবল খেলা দেখতে যায়। সেখান থেকে বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বগাছড়ি জামে মসজিদ এলাকার রাস্তা মাথায় পৌঁছলে সেটেলার বাঙালিরা তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সেটেলাররা জিকন চাকমার কাছে থাকা দশ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয় লোকজন জিকন চাকমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিএনজিযোগে নানিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক জিকন চাকমাকে রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু রাঙ্গামাটি নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ হামলার সাথে মো. আলমগীর (২৮) পিতা মোশারেফ, সাং- বগাছড়ি; মো. হোইদুল ড্রাইভার (২৫), পিতা- মৃত শহিদ, সাং- বগাছড়ি; মো. কবির, পিতা- রশিদ, সাং-বগাছড়ি, মো.রমজান (২২). পিতা- মো. রব, সাং বগাছড়ি; মো. ইব্রাহীম (৫২), পিতা- মৃত মো. ইসমাইল, সাং- ঘিলাছড়ি বাজার ও মো. সুরুজ জামাল (৪২), পিতা- মৃত মো. রুফিকুল ইসলাম, সাং- ঘিলাছড়ি বাজার জড়িত থাকার খবর পাওয়া যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tags: , , , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

সাজেকে কাঁচালং নদীতে গোসলে নেমে কিশোরীর মৃত্যু
সুদীর্ঘ চাকমাসহ তিন সহযোদ্ধার ১১তম মৃত্যুবার্ষিকী আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu