পানছড়ি প্রতিবেদক
পানছড়িতে সীমান্ত সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত শ্রমিকদের উপর সশস্ত্র হামলা হয়েছে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, দিনের কাজ শেষে তিন জন শ্রমিক মোটরসাইকেল যোগে পানছড়ি সদরে ফিরছিলেন। আনুমানিক ৬ ঘটিকার কিছু পরে পানছড়ির লোগাং ইউনিয়নের হারুবিল নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করলে দুই জন আহত হন এবং অপর জন পালিয়ে আসতে সক্ষম হন।
গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিরা হলেন পানছড়ির হ্যাডম্যান পাড়ার আংকুর মিয়া (২৮) এবং দমদম এলাকার বাসিন্দা আব্দুল রশীদ (৪৩)।
আংকুর মিয়ার মাথায় এবং আব্দুর রশিদের হাতে ও উরুতে গুলি লাগলে তারা গাড়ি থেকে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিজিবি আহতদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
লোগাং এলাকাটি ইউপিডিএফ (প্রসীত) এর নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত।
এই ঘটনার পর পানছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।