সিএইচটি ভ্যানগার্ড, পানছড়ি

“এম.এন. লারমার বিপ্লবী চেতনা জাগরিত হোক গণমানুষের মননে” এই স্লোগানে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৪ তম জন্মবার্ষিকী- ২০২৩ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পানছড়ি থানা শাখার উদ্দ্যোগে পানছড়ি উপজেলা সদরে সকাল ১০.০০ ঘটিকার সময়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিসিজেএসএসপানাছড়ি থানা শাখার সভাপতি শ্রী বিমুলেন্দু চাকমার সভাপতিত্বে ও যুব সমিতি পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী জুম মান চাকমার সঞ্চালনায় মহান নেতা ৮৪তম জন্ম দিবসে এম এন লারমাসহ সকল জুম্ম বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতি,কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শ্রী প্রশান্ত চাকম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী নেত্রী শ্রীমতি রত্না তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা শাখা’র সংগঠক শ্রী নিঝুম চাকমা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী রণজীবন চাকমা। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী রিমেশ চাকমা, যুব সমিতি,পানছড়ি থানা শাখার সভাপতি শ্রী নয়ন্টু চাকমা প্রমুখ। এছাড়াও পিসিপি, যুব সমিতি ও পিসিজেএসএসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এম এন লারমার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে তার আদর্শে আগামী দিনে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার শপথ নেয়া হয়।