সিএইচটি ভ্যানগার্ড, দীঘিনালা

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক জুম্ম নারী নিহত হয়েছে। নিহত নারীর নাম হত্তালী চাকমা (৪৮)। সে উপজেলার কবাখালী ইউনিয়নের রিজার্ভছড়া গ্রামের কালাউদো চাকমার স্ত্রী।
বুধবার (২৩ আগস্ট) সকালে দীঘিনালা জোনের প্রশান্তি ক্যান্টিন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বুধবার সকালে ইজিবাইক যোগে ন্যায্য মূল্যে পণ্য আনতে যাওয়ার পথে দীঘিনালা জোনের ক্যান্টিন সংলগ্ন এলাকায় গেলে সাজেকগামী পর্যটকবাহী পিকআপের ধাক্কায় ইজিবাইক উল্টে যায়। এতে তার মাথা ও মুখে জখম হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হত্তালী চাকমার ১ ছেলে ২ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেকগামী পর্যটকবাহী গাড়ী জোড়ে এসে ইজিবাইকে ধাক্কা দিলে ইজিবাইক উল্টে যায়। সেখানেই হত্তালী চাকমা’র মৃত্যু হয়। স্থানীয়রা জানান, সাজেকগামী পর্যটকবাহী গাড়ীগুলো বেপরোয়া গতিতে চালানো হয়। যার ফলে বিভিন্ন সময় এসব গাড়ী কর্তৃক স্থানীয়রা দুর্ঘটনার শিকার হন।