খাগড়াছড়ি প্রতিনিধি
আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি ২০২৩ এর আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।
খাগড়াছড়ি সদরের মারমা উন্নয়ন সংসদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সুধাকর ত্রিপুরা, সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী সুভাষ কান্তি চাকমা। অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতৃবৃন্দরা ছাড়াও মহিলা সমিতি, যুব সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের মদদে একটি মহল সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা চালাচ্ছে৷ আদিবাসী হিসেবে দাবী করলে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, যে নিপীড়ন, বঞ্চনার কারণে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনের সূচনা হয়েছিল, আলাদা রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিয়েছিল সেই বাস্তবতা এখনও পার্বত্য চট্টগ্রামে বিরাজমান। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সরকার এবং জুম্ম জনগণের মধ্যে চুক্তি সম্পাদিত হলেও দীর্ঘ ২৫ বছরেও চুক্তির মৌলিক ধারাগুলোর বাস্তবায়ন না হওয়া, ভূমি সমস্যার সমস্যার সমাধান না হওয়া উপরন্তু রাষ্ট্রীয়ভাবে চুক্তিকে নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিনিয়ত জুম্ম জনগণকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে এমন বাস্তবতায় আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় তরুণরাই মূল শক্তি এবং তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনাসভা থেকে অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবী জানানো হয়।