সিএইচটি ভ্যানগার্ড, খাগড়াছড়ি

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ (১৯ ফেব্রুয়ারী ২০২৩) রবিবার সকাল ১০ঘটিকার সময় সংগঠনের খাগড়াছড়িরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শ্রী সুরেশ কান্তি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী প্রণব চাকমা। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুপিটার চাকমা, সুমেধ চাকমা, বিমলেশ্বর চাকমা ও ববিতা চাকমা। এ ছাড়াও জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় সুরেশ কান্তি চাকমাকে আহ্বায়ক ও জুপিটার চাকমাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটি সংগঠনের সকল কর্মসূচী বাস্তবায়ন ও পরিচালনা করবেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আন্দোলন জোরদার করতে এখনোই সময়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর হতে পার্বত্য চট্টগ্রামে চুক্তিবিরোধী শক্তি যে ধ্বংসলীলা শুরু করেছে তা জুম্ম জনগণের বৃহত্তর স্বার্থে পরিহার করতে হবে। এছাড়াও অপর রাজনৈতিক দলের নির্মূলীকরণের নীতি পরিহার করে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তোলে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।