সিএইচটি ভ্যানগার্ড, মাটিরাঙ্গা
“জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজ সোচ্চার হোন” এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা থানা কমিটির’র ৫ম সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ (০৮ নভেম্বর ২০২১) সকাল ১০ ঘটিকার সময় মাটিরাঙ্গা সদরের একটি হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ছাত্র নেতা শ্রী সোহেল চাকমা’র সঞ্চালনায় ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুমেন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও জনসংহতি সমিতি খাগড়াছড়ি সদর থানা কমিটির সংগ্রামী সভাপতি শ্রী প্রত্যয় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সংগ্রামী সভাপতি শ্রী অমর সিং চাকমা, সাধারণ সম্পাদক শ্রী দীপু চাকমা; পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি শ্রী জ্ঞান প্রিয় চাকমা; পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি শ্রী রাজ্যময় চাকমা, সহ-সভাপতি শ্রী জগদীশ চাকমা প্রমূখ।
সম্মেলনের শুরুতে আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মরণে ১ মিনিট শোক নিরবতা পালন করা হয়। পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় চাকমার স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা সূচনা করা হয়। এছাড়াও সম্মেলনে উপস্থিত থেকে প্রতিনিধি বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটির সংগ্রামী সভাপতি শ্রী কৃতিত্ব চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ পানছড়ি থানা কমিটির সংগ্রামী সহ-সভাপতি শ্রী নিশান চাকমা প্রমূখ।
বক্তারা বলেন, বিভিন্ন চুক্তি বিরোধী অপশক্তির কারণে মাটিরাঙ্গায় দীর্ঘদিন যাবৎ পিসিপি’র কার্যক্রম মুখ থুবরে ছিল, এই সম্মেলনের মাধ্যমে মাটিরাঙ্গায় পিসিপি তাঁদের পূর্বের রুপ ফিরে পাবে। পার্বত্য চট্টগ্রামে যতগুলো বহিরাগত অনুপ্রবেশের রেড জোন রয়েছে তার একটি এই মাটিরাঙ্গা উপজেলা। প্রতিনিয়ত সেটলাররা এখানকার জুম্মদের ভূমি বেদখল করেই যাচ্ছে, জুম্ম নারীদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে, সাম্প্রদায়িক হামলার মত ঘটনা মাটিরাঙ্গায় অহরহ ঘটনা সংঘটিত হয়ে আসছে; এর বিরুদ্ধে জুম্ম তরুণ ছাত্র-যুব সমাজের গর্জে উঠতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে চুক্তি বিরোধী অপশক্তিগুলো যাহাতে মাটিরাঙ্গাসহ পুরো পার্বত্য চট্টগ্রামে ঠিকে থাকতে না পারে তার জন্য শক্ত হাতে দমনের আহ্বান জানান বক্তারা।
শেষে পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সংগ্রামী সহ-সভাপতি শ্রী সুনেন্টু চাকমা প্যানেল ঘোষণা করেন, উক্ত প্যানেলের উপর কারোর আপত্তি না থাকায় সকলের সম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ থানা কমিটি গঠন করা হয়। ৫ম মাটিরাঙ্গা থানা সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন শ্রী সুমেন ত্রিপুরা, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শ্রী সুপেন ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন শ্রী রনি মারমা।
প্যানেল ঘোষণার পর নবাগত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি’র সংগ্রামী সহ-সভাপতি শ্রী সুনেন্টু চাকমা। সবশেষে সম্মেলনের সভাপতি শ্রী সুমেন ত্রিপুরার বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।